জামালপুরে বর্ণাঢ্য র্যালীর মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত
জামালপুরে বিশ^ রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ¦ীন হেনরী ডুনান্ট এর ১৯৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জামালপুর জেলা ইউনিটের নবগঠিত এডহুক কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মানবতার পক্ষে বিশ^ রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ¦ীন হেনরী ডুনান্ট এর ১৯৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের ঐতিহ্যবাহী বকুলতলা চত্বর প্রদক্ষিণ করে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির অস্থায়ী কার্যালয়ে র্যালী সমাপ্তি হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নবগঠিত এডহুক কমিটির সেক্রেটারী ও সদস্যসের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বক্তব্য রাখেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নবগঠিত এডহুক কমিটির সেক্রেটারী, রেজভী আল জামালি রঞ্জু, সদস্য ও জামাপুর জেলা বেসরকারী হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম বুলবুল, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, জেলা সিভিল সার্জন, ডা. আজিজুর হক, জামালপুর ড্যাবের সভাপতি, ডা. আহাম্মদ আলী আকন্দসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তারা, বিশ^ রেড ক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জ¦ীন হেনরী ডুনান্ট এর ১৯৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশদ আলোচনা করেন।